কুরবানীর সাথে আকীকা করার নিয়ম।

প্রশ্ন

যদি কোরবানির সাথে আকিকা দেওয়া হয়, তাহলে কিভাবে নিয়্যত করতে হবে বা কিভাবে দিতে হবে, আকীকার গোশত এবং কোরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে, আর ছেলের নামে আকীকা হলে কয় ভাগ আর মেয়ের নামে হলে কয় ভাগ্ দিতে হবে?

প্রশ্নকারীর নাম: মাহবুবুল্লাহ শেখ

প্রশ্নকারীর ঠিকানা: কাঁকড়া শোল বাঁকুড়া

প্রকাশিত: 20-05-2023

উত্তর

     ফতওয়া নং ৩২

 

   আকীকা ও কুরবানী এক পশুতে করার নিয়ম হলো , অন্তরে কুরবানী ও  আকীকা উভয়ের  নিয়্যত রাখবে ।  দুআ পড়তে চাইলে পড়তে পারে। তবে দু'আ পড়া ওয়াজিব নয়। কিন্তু "বিসমিল্লাহি আল্লাহ আকবার" বলা ওয়াজিব। যদি দুআ পড়তে চায়, তাহলে আকীকা ও কুরবানী উভয়ের দুআ পড়বে। এবং যেটার ইচ্ছা সেটার দুআ আগে পড়তে পারে।  তার পর "বিসমিল্লাহি আল্লাহু আকবার" অন্ততঃ নিজ কানে শোনা যায় এমন সশব্দে বলে জাবাই করে দিবে। 

       কুরবানীর গোশতের ন্যায় আকীকার গোশতেরও এক তৃতীয়াংশ গরীব-মিসকীনদেরকে সদকা করা, এক তৃতীয়াংশ দ্বারা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে মেহমানদারী করা ও এক তৃতীয়াংশ নিজেদের জন্য রেখে দেওয়া মুস্তাহাব।(আলমগীরী ৫/৩৭০পৃষ্ঠা)

       মেয়ের আকীকায় একটি  ছাগল বা একটি অংশ আর ছেলের আক্বীকায় দু’টি ছাগল বা দু'টি অংশ হওয়া মুস্তাহাব। সক্ষমতা না থাকলে একটি ছাগল বা অংশও  যথেষ্ট।

(ফাতাওয়া রহীমিয়া ২/৯৫, যাকারিয়া ১/২৫, মাহমুদিয়া ৪/২৯৬, ডাভেল১৭/৫১৯, ফাতাওয়া কাসিমিয়া ২২/১১৬,৩৪২, ৫৪৬ পৃষ্ঠা দ্রষ্টব্য )

     তিরমিজী শরীফের ১৫৩০ নং হাদীসে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ছেলে সন্তানের পক্ষে একই বয়সের দু'টি বকরী এবং মেয়ে সন্তানের পক্ষে একটি বকরী আকীকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(06/06/2023)


উত্তর দেখা হয়েছে : 460