প্রশ্ন
কুরবানীর জন্য গরু কিনে আনতে যেয়ে গরুর সিং এর আবরণ খুলে গেছে, এই গরু কুরবানী করা শরীয়ত অনুযায়ী কোনো অসুবিধা আছে কি?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 25-05-2023
উত্তর
ফতওয়া নং ৩০
শিং এর আবরণ খুলে যাওয়ার কারণে ওই গরু কুরবানী করায় শরীয়তে কোনো বাধা নেই। (জামিউল ফাতাওয়া ৮/১৬৭পৃঃ)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)
উত্তর দেখা হয়েছে : 532