মসজিদের পরিবর্তে অন্যত্র জামা'আত করা।

প্রশ্ন

আমার একটি প্রশ্ন হল আমার মসজিদে আজকে জোড় আছে। এই জোড়ের ক্ষেত্রে আমার মসজিদে খুব লোকজন হয়। মসজিদে জায়গা হয় না। তো এশার নামাজটা মসজিদের পাশে একটি বড় ময়দান আছে, জামাত কি ওই ময়দানে করা যাবে না মসজিদেই করতে হবে?

প্রশ্নকারীর নাম: Sk mansur

প্রশ্নকারীর ঠিকানা: Boinchi pandua

প্রকাশিত: 28-05-2023

উত্তর

    

   ফতওয়া নং ৩৬

       

 

                হ্যাঁ, ময়দানে জামাত করা যাবে। তবে মসজিদে জামা'আত বাদ দিয়ে নয়। বরং মসজিদেও জামা'আত করতে হবে। কেননা,ফরয নামায জামা'আতে  আদায় করা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি উক্ত জামা'আত মসজিদে হওয়াও    একটি সতন্ত্র গুরুত্বপূর্ণ বিষয়। অতএব মসজিদে   যতগুলি লোকের জায়গা সংকুলন  হয়, ততগুলি লোক মসজিদে জামা'আত করবেন । অবশিষ্ট লোক, যারা মসজিদে সুযোগ পাননি, তারা ময়দানে নিজেদের মধ্য হতে  কাউকে ইমাম বানিয়ে তার পিছনে নামায আদায় করবেন। ( ই'লাউস সুনান ৪/১৮৬ পৃষ্ঠা দ্রষ্টব্য ) 

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023)              


উত্তর দেখা হয়েছে : 235