লটারির ব্যবসা কা্রির দাওয়াত কবুল করা ।

প্রশ্ন

একজন মানুষ লটারির ব্যবসা করে। তার বাড়ির খাবার ইমাম সাহেবের খাওয়া ঠিক হবে? অন্য কোন ইনকাম নেই।

প্রশ্নকারীর নাম: Nurjamal sekh

প্রশ্নকারীর ঠিকানা: Burdwan

প্রকাশিত: 30-05-2023

উত্তর

       

ফতওয়া নং ৩৭

 

 

               লটারির   ব্যাবসা করা না জাইয। অতএব, উক্ত ব্যক্তির খাবার  খাওয়া  ইমাম বা সাধারণ মানুষ কারোর  জন্য  জায়েয হবে না। তবে যদি উত্তরাধিকার সূত্রে বা ঋণ প্রভৃতির মাধ্যমে  কারোর কাছ থেকে হালাল অর্থ নিয়ে, তা দ্বারা খাওয়ায়, তাহলে তা খাওয়া জায়েয হবে।  (আলমগীরী ৫/৩৪২,ফাতাওয়া ক্বাসিমিয়া ৬/৪০৪,কিফায়াতুল মুফতী ৯/২২৭)

 

              স্বাস্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023)


উত্তর দেখা হয়েছে : 281