প্রশ্ন
যার আকিকা করা হয়নি, তার পক্ষ থেকে কুরবানী করা যাবে কি ?
প্রশ্নকারীর নাম: মোহাম্মদ আরিফুল হক
প্রশ্নকারীর ঠিকানা: আমডাঙ্গা বজবন্দ
প্রকাশিত: 01-06-2023
উত্তর
ফতওয়া নং ৪১
কুরবানী ও আকীকা, এ দু'টির একটি অপরটির উপর নির্ভরশীল নয়। অতএব আকীকা না করা হলেও কুরবানী শুদ্ধ হয়ে যাবে।
যদি কোন ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানী করা ওয়াজিব। তার আকীকা করা হোক বা না হোক। অতএব তার পক্ষ থেকে কুরবানী করতেই হবে। না করলে গোনাহগার সাব্যস্ত হবে। আকীকা না করলে গোনাহ হবে না।
(আলমগীরী ৫/২৯২, ফাতাওয়া রহীমিয়া ১০/৪৫,আপকে মাসায়েল···৫/২৬৪ পৃষ্টা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023)
উত্তর দেখা হয়েছে : 255