উট কুরবানির মান্নত করার পর যদি উট পাওয়া না যায়

প্রশ্ন

জানার বিষয় হলো, একজন মানুষ উট কুরবানির মান্নত মেনেছেন। কিন্তু কুরবানী দেওয়ার জন্য উট পাওয়া যাচ্ছেনা বা প্রশাসনিক অনুমতি নেই। এমতাবস্থায় ঐ মান্নত কারির করণীয় কি?

প্রশ্নকারীর নাম: ইসরাইল আলি মন্ডল

প্রশ্নকারীর ঠিকানা: সাং ঝাজা পোস্ট প্রতাপপুর থানা হরিহরপাড়া মুর্শিদাবাদ পশ্চিম বঙ্গ

প্রকাশিত: 02-06-2023

উত্তর

 

 

ফতওয়া নং ৩৮

 

উক্ত ব্যক্তি উটের পরিবর্তে সাতটি ছাগল কুরবানী করলে, মান্নত আদায় হয়ে যাবে। (শামী সহ দুর্রে মুখতার ৩/৭৪০পৃষ্ঠা) 

 

          স্বাক্ষরঃ

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023)


উত্তর দেখা হয়েছে : 226