স্বামী স্ত্রীর দুধ পান করলে

প্রশ্ন

স্বামী জেনেবুঝে স্ত্রীর দুধ পান করলে কি হবে এবং বার বার এভাবে পান করলে তাতে কি স্ত্রী তালাক হয়ে যাবে কি ?

প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ আব্দুল্লাহ মোল্লা

প্রশ্নকারীর ঠিকানা: সিতুড়ি পোস্ট সাকশহর থানা ভাঙ্গড় দঃ ২৪পরগানা

প্রকাশিত: 02-06-2023

উত্তর

ফতওয়া নং ৩৯

 

       যে ব্যক্তির বয়স  দু'বছরের বেশি, তার জন্য যে কোনো নারীর  দুধ পান করা না জাইয ও হারাম। নিজের স্ত্রীর স্তনে যদি দুধ না থাকে,  তাহলে তা মুখে নিতে পারে,  চুষতেও পারে। তবে যখন স্তনে দুধ  থাকে, তখন স্তন চোষা মাকরূহে তাহরীমী। দুধ পান করা হারাম। অতএব উক্ত ব্যক্তি  দুধ পান করে  মারাত্মক অপরাধ ও হারাম কাজ করেছ । এমতাবস্থায় দুধ পান কারি স্বামী ও তার দুধ দান কারিনী স্ত্রী, উভয়ের উপর উক্ত গোনাহ থেকে  তওবা করা যরূরী। আগামীতে এমন অন্যায় কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং পুনরায় যাতে না ঘটে, তার জন্য সজাগ থাকা আবশ্যক।

      তবে, স্ত্রীর উপর তালাক হয়নি। কারণ দুধ পান কারির বয়স আড়াই বছরের কম হলে, তবেই দুধ পানের কারণে বিবাহ হারাম হয়ে থাকে। তার চেয়ে বেশি বয়সে দুধ পান করা হারাম বটে। কিন্তু তাতে  বিবাহ হারাম হয় না। (রদ্দুল মুহতার ২/৪০৪,ফাতাওয়া রহীমিয়া ৮/২৫১,কিতাবুল ফাতাওয়া ৪/৪৩৯পৃষ্ঠা) 

 

                      স্বাক্ষরঃ
 

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023)            


উত্তর দেখা হয়েছে : 1009