প্রশ্ন
নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিয়ার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে কি?
প্রশ্নকারীর নাম: মুয়ার্রিফ বিল্লাহ লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: জয়নগর, দক্ষিণ 24 পরগনা
প্রকাশিত: 05-06-2023
উত্তর
ফতওয়া নং ৪৩
ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া খেলাফে সুন্নাত। অতএব ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিয়ার সাথে অন্য কোনো সূরা পড়া উচিত নয়। পড়লে মাকরূহে তানযীহি হবে। (শামী ১/৪৫৯)
ফরয নামায ছাড়া অন্য সমস্ত নামাযের প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া ওয়াজিব। অতএব ফরয ছাড়া সমস্ত নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে। (আলমগীরী ১/৭১)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023
উত্তর দেখা হয়েছে : 309