প্রশ্ন
চেয়ারে নামাজ পড়া কতটা সহি বা পড়লেও তার শরীয়তের বিধান কী রয়েছে ।
প্রশ্নকারীর নাম: MD ILIAS SK
প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad
প্রকাশিত: 10-06-2023
উত্তর
ফতওয়া নং ৫৮
সেজদা করতে সক্ষম ব্যক্তি যদি চেয়ারে বসে নামায পড়ে, তাহলে তার নামায আদৌ হবেনা।
যে ব্যক্তি এতটাই অসুস্থ যে, মাটিতে মাথা ঠেকানোর ক্ষমতা তার নেই, তবে যমীন থেকে অর্ধ হাত (৯ ইঞ্চি) বা তার কম ব্যবধান পর্যন্ত মাথা নত করতে পারে, তাহলে তাকেও চেয়ারে না বসে, যমীনে বসতে হবে এবং যমীনের উপর সর্বোচ্চ অর্ধ হাত উঁচু কোনো শক্ত জিনিস রেখে তার উপর সেজদা করতে হবে। তবেই তার নামায শুদ্ধ হবে; তা না করে চেয়ারে বসে নামায পড়লে, তার নামাযও হবে না।
যে ব্যক্তি শুধু যমীনে বসতে পারে, উপরোক্ত ব্যক্তির মত নত হতে পারেনা , তার ক্ষেত্রে চেয়ারে বসে নামায পড়া মাকরূহ হবে । সুতরাং তার উচিত, মাটিতে বসে নামায পড়া এবং ক্ষমতা অনুযায়ী সেজদা করা।
যে ব্যক্তি সেজদা করতে পারে না, উপরোক্ত ব্যক্তির মত নত হতেও পারেনা, কোন কারণ বশতঃ যমীনেও বসতে পারেনা, একমাত্র তারই নামায চেয়ারে বসে জায়েয হবে।
এমন ব্যক্তি যদি মাসজিদে কেউ থাকেন, তাহলে তিনি যে চেয়ারটিতে নামায পড়বেন, তার পিছনের পায়াদ্বয় কাতারের সোজা রেখে চেয়ারটিকে বসাবেন । যাতে চেয়ার সংলগ্ন পিছনের কাতারে মানুষের কোনোরূপ সমস্যা না হয়। আরো সুবিধা হয় যদি চেয়ারে নামায আদায় কারি ব্যক্তি কাতারের কিনারায় নামায আদায় করে।
যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে, একা নামায পড়লে, দাড়িয়ে যথা রীতি নামায পড়তে পারে। কিন্তু জামাআতে নামায পড়তে গেলে, কষ্টের কারণে চেয়ারে বসে নামায পড়তে বাধ্য হয়। তাহলে সেই ব্যক্তি জামাআত বাদ দিয়ে একা নামায পড়বে; কিন্তু চেয়ারে বসে নামায পড়বে না।
(দারুল উলুম যাকারিয়া ২/৪৮৫–৪৮৭, নজমুল ফাতাওয়া২/৪৭৫, কিতাবুল মাসাইল ১/৫৭৯, কিতাবুন নাওয়াযিল ৫/৪৮৭, নামায কে মাসাইল কা ইনসা···৩/৩১৪)
অতএব যে সমস্ত ব্যক্তি চেয়ারে বসে নামায পড়ে থাকেন, তাঁদের কর্তব্য হল, উপরোক্ত অবস্থা গুলি মাথায় রেখে বিবেচনা করে দেখা যে, নিজেদের নামায গুলি আদায় হচ্ছে তো! না শুধু সময় কাটানো হচ্ছে।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(26/06/2023)
উত্তর দেখা হয়েছে : 242