প্রশ্ন
আমার পিতা চুলের ব্যবসা করেন। আমি অনলাইন ও অফলাইন এর মাধ্যমে উলামায়ে কেরাম দের দ্বারা জানিতে পারি এই ব্যবসাটি হারাম। মাত্র ৪ বছর বয়স এ প্রিয় মা কে পৃথিবী থেকে হারিয়ে ফেলি। তখন অবশ্য বাবা অ্যালুমিনিয়াম বাসানালয় এর ব্যবসা করতেন। আম্মু মারা যাবার পর থেকে নানীজান ও নানুজান এর কাছে থেকেছি। সেখান থেকে পড়াশুনা করি খাওয়া দাওয়া ও পড়াশুনোর খরচা নানুজান দিতো। আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড এর মধ্যে রেজাল্ট থাকতো। বর্তমানে ক্লাস ১২ পাস করেছি সাইন্স নিয়ে এখন আমার পড়াশুনোর খরচা ও খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ বাবার উপার্জিত টাকা থেকে গ্রহণ করা যাবে কিনা? আমার নানুজান আমার খরচা বহন করিতে পারছেন না। আমার বয়স ১৯ বছর। আমি এখন মেডিকেল লাইনে পড়াশুনা করতে ইচ্ছুক।
প্রশ্নকারীর নাম: আশরাফুল হক
প্রশ্নকারীর ঠিকানা: VILL - KANDRA, P. O - MALIHATI, P. S - SALAR, DIST - MURSHIDABAD
প্রকাশিত: 12-06-2023
উত্তর
ফতওয়া নং ৪৯
মানুষের চুল ক্রয়-বিক্রয় করা না জায়েয। মানুষের চুল বিক্রয় করে উপার্জন কৃত অর্থও অবৈধ । অতএব চুল বিক্রয়লব্ধ অর্থ খাওয়া দাওয়া, পোষাক পরিচ্ছদ ইত্যাদিতে লাগানো জায়েয হবে না। এমতাবস্থায় আপনার আব্বার যদি অন্য কোনো বৈধ উপায়ে উপার্জিত অর্থ না থাকে, তাহলে তার উপার্জিত অর্থ আপনার জন্য নেওয়া জায়েয হবে না। আর যদি অন্য কোনো বৈধ উপার্জন থাকে এবং তার পরিমাণ অবৈধ সম্পদের চেয়ে বেশী হয়, তাহলে আপনি আপনার আব্বার কাছ থেকে অর্থ নিয়ে তা ব্যবহার করতে পারেন। তবে যদি জানতে পারেন যে, আপনাকে অবৈধ অর্থ থেকেই দেওয়া হচ্ছে, তাহলে তখন নেওয়া জায়েয হবে না।
( ফাতাওয়া দীনিয়্যাহ (৪/৯৩,শামী সহ দুর্রে মুখতার৫/৫৮, আলমগীরী ৫/৩৪২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(16/06/2023)
উত্তর দেখা হয়েছে : 316