প্রশ্ন
রুকু থেকে উঠার পর ইমাম কি রব্বানা লাকাল হামদ বলবে?
প্রশ্নকারীর নাম: ইকবাল
প্রশ্নকারীর ঠিকানা: North 24 pargana
প্রকাশিত: 17-06-2023
উত্তর
ফতওয়া নং ৫৫
ফতওয়া গ্রাহ্য ও ইমাম আবু হানিফা(রঃ) এর মত হল, রুকু থেকে ওঠার সময় ইমাম শুধু "সামি'আল্লাহুলিমান হামিদাহ্" বলবে।
তবে যদি এটা বলার পর নিঃশব্দে "রব্বানা লাকাল হামদ্"ও বলে, তাতে নামাযের কোনো ক্ষতি হবে না। যেমন– ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ প্রমুখ (রঃ) বলেন, রুকু থেকে ওঠার সময় ইমাম ‘‘সামি’আল্লাহুলিমান হমিদাহ্’’ বলার পর নিঃশব্দে ‘‘রব্বানা লাকাল হামদ্’’ও বলবে। (আলমগীরী ১/৭৪, শামী সহ দুর্রে মুখতার ১/৪৯৭)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘ইমাম যখন ‘সামিআল্লাহুলিমান হামিদাহ্’ বলে, তোমরা তখন ‘রব্বানা লাকাল হামদ্’বলবে”। সহীহ বুখারী, হাদীস নং৭২২,৭৩২,৭৩৩)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(23/06/2023)
উত্তর দেখা হয়েছে : 376