নামাজের ওয়াজিব সমুহ

প্রশ্ন

প্রিয় শায়েখ আমি যানতে চাই যে, নামাজের ওয়াজিব কয়টি ও কী কী ?

প্রশ্নকারীর নাম: আবদুস সালাম সেখ

প্রশ্নকারীর ঠিকানা: Pukhuria, Nadia, West Bengal, India

প্রকাশিত: 17-06-2023

উত্তর

 ফতওয়া নং ৭৬

 

    নামাযের ওয়াজিব চৌদ্দটি। (১) ফরয নামাযসমূহের প্রথম দু'রাকআতকে কেরাআতের জন্য নির্ধারণ করা, (২) ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকআত ছাড়া সমস্ত নামাযের প্রত্যেক রাকআতে সূরা ফাতেহা পড়া, (৩) ফরয নামাযসমূহের প্রথম দু'রাকআত এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাযসমূহের সব রাকআতে সূরা ফাতেহার পর কোন সূরা কিংবা বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত পড়া, (৪) সূরা ফাতেহা অন্য সূরার পূর্বে পড়া, (৫) কেরাআত ও রুকূতে এবং সজদা ও রাকআতসমূহের ধারাবাহিকতা ঠিক রাখা, (৬) কওমা করা। অর্থাৎ, রুকূ থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, (৭) জলসা অর্থাৎ, দু'সজদার মাঝে সোজা হয়ে বসা, (৮) তা’দীলে আরকান অর্থাৎ, রুকু-সজদা প্রভৃতি শান্ত ও সঠিকভাবে সম্পন্ন করা, (৯) কা'দায়ে ঊলা অর্থাৎ, তিন বা চার রাকআতবিশিষ্ট নামাযে দু'রাকআতের পর তাশাহহুদের পরিমাণ বসা, (১০) উভয় কা'দায় (বৈঠকে) তাশাহহুদ পড়া, (১১) ফজর, মাগরিব, এশা, জুমুআ, দুই ঈদ, তারাবীহ্ এবং রমযান শরীফের বিতরে ইমাম সাহেবের আওয়াযের সাথে কেরাআত পড়া এবং যোহর ও আসরের নামাযে নীরবে কেরাআত পড়া, (১২) সালামের পর নামায থেকে বিচ্ছিন্ন হওয়া, (১৩) বিতরের নামাযে দো'আ কুনূতের জন্য তাকবীর বলা ও দো'আ কুনূত পড়া এবং (১৪) দুই ঈদের নামাযে অতিরিক্ত (ছয়) তাকবীর বলা ।(তা’লীমুল ইসলাম:)

                     

              স্বাক্ষরঃ 

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
  ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
  ২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 168