ফরয গোসলের আগে রোযা রাখা

প্রশ্ন

রমজান মাসে রাতে সহবাস করার পর গোসল না করলে রোজা হবে কি ?

প্রশ্নকারীর নাম: Kabirul hossain

প্রশ্নকারীর ঠিকানা: Barasat beliaghata 743423

প্রকাশিত: 20-06-2023

উত্তর

ফতওয়া নং ৭৭       

 

     রোযা শুদ্ধ হয়ে যাবে বটে; (শামী সহ দুর্রে মুখতার:২/৪০০পৃষ্ঠা) তবে  যথাশীঘ্র গোসল করে যথা সময়ে  নামায পড়ে নেওয়া আবশ্যক ।  নামায  ত্যাগ করা কবীরা গুনাহ ; রমাযান মাসে  ত্যাগ করা আরো বেশি গুনাহ, আর  এই গুনাহের কারণে রোযার সাওয়াব থেকে বঞ্চিত থাকবে। (কিতাবুন নাওয়াযিল:৬/৩৭৬)

 

                স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 136