"প্রসেসিং ফী" হিসেবে যে চার্জ ব্যাঙ্ক নিয়ে থাকে, তা কি সুদের অন্তর্ভুক্ত ?

প্রশ্ন

বর্তমানে বিভিন্ন অনলাইন সাইটে No Cost Emi অপশন থাকে।যাতে কোন পণ্যের দাম ৬১৯৮ টাকা হলে মাসিক কিস্তিতে ৬ মাসে ৬১৯৮÷৬=১০৩৩ টাকা করে নিয়ে বিনা সুদে ক্রয় করার সুবিধা দেয়।কিন্তু ব্যনক কিছু প্রসেসিং ফী যা ফিক্সড ১৯৯ মতো অতিরিক্ত চার্জ করে।এধরনের লেনদেন কি সুদের অন্তর্ভূক্ত? যেহেতু এই লেনদেন এ কোন ধরনের ইন্টারেস্ট নেওয়া হয়না।অতিরিক্ত প্রসেসিং ফী ছাড়া।উত্তর জানিয়া বাধিত করবেন।

প্রশ্নকারীর নাম: আসিক ইকবাল

প্রশ্নকারীর ঠিকানা: বীরভূম

প্রকাশিত: 20-06-2023

উত্তর

ফতওয়া নং ৫৩

 

     "প্রসেসিং ফী" হিসেবে যে চার্জ ব্যাঙ্ক নিয়ে থাকে, তা সুদের অন্তর্ভুক্ত নয়।বরং ওটা প্রক্রিয়াকরণের মজুরি হিসেবে গন্য হবে। তবে উক্ত চার্জ  সংশ্লিষ্ট প্রক্রিয়াকরণের সচারাচর প্রচলিত মজুরির চেয়ে বেশি না হওয়া আবশ্যক। অতএব ১৯৯ টাকা যদি উক্ত প্রক্রিয়াকরণের প্রচলিত মজুরির চেয়ে বেশি না হয়, তাহলে দেওয়া জায়েয হবে। আর যদি তার থেকে বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশটি দেওয়া জায়েয হবে না। (ফিক্বহী মাক্বালাত১/২৭২)

 

 

                       স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

                        ২৯ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(19/06/2023)


উত্তর দেখা হয়েছে : 390