প্রশ্ন
মুফতি সাহেব,আমার প্রশ্ন হচ্ছে জিলহজ্জ মাসে চাঁদ উঠে গেছে তাহলে কি এখন গরু জবাই করা যাবে না ? কোন ছেলে জন্মগ্রহণ করেছে তাহলে কি আকিকা দেওয়া যাবে না ? দয়া করে উত্তরটি জানিয়ে দিবেন।
প্রশ্নকারীর নাম: হাসান সেখ
প্রশ্নকারীর ঠিকানা: নবগ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ।
প্রকাশিত: 20-06-2023
উত্তর
ফতওয়া নং ৫৪
জিলহজ্জ মাসের চাঁদ উঠে গেলে তথা যিলহজ্জের ১০ তারিখের পূর্বে বা পরে কোন পশু জবাই করা শরীয়তে নিষিদ্ধ নয়, বরং অন্যান্য দিনের ন্যায় এ দিনগুলিতেও ছোট-বড় যে কোন প্রকার হালাল পশু জবাই করা বৈধ। অতএব আকীকা করাও জায়েয হবে। এ ব্যাপারে হাদিসে কোনরূপ নিষেধাজ্ঞা আসে নি। তবে কুরবানীর দিনগুলি ছাড়া অন্য দিনে কোনো পশু জবাই করলে, তাতে কুরবানীর নিয়্যত করা যাবেনা সে কথা বলাই বাহুল্য।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(23/06/2023)
উত্তর দেখা হয়েছে : 268