কাঁসার পাত্র ব্যবহার করা যাবে কি

প্রশ্ন

হুজুর, আমার প্রশ্ন হল কাঁসার পাত্র ব্যবহার করা সম্পর্কে ইসলাম কি বলে ?

প্রশ্নকারীর নাম: রমজান আলী মন্ডল

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম ও পোস্ট- ভেলাপেটা, থানা - তুফানগঞ্জ, জেলা- কোচবিহার, পঃবঃ।

প্রকাশিত: 20-06-2023

উত্তর

 

ফতওয়া নং ৫৭

 

       ইসলাম ধর্মে কেবল সোনা ও রূপোর পাত্র ব্যবহার করতে নিষেধ করা হয়ছে । অন্য ধাতুর পাত্র ব্যবহার করতে নিষেধ করা হয়নি। অতএব কাঁসার  পাত্র ব্যবহার করা জায়েয হবে। (রদ্দুল মুহতার ৬/৩৪৩ পৃষ্ঠা)

 

 

                      স্বাক্ষরঃ
                 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
                     ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
               ৮ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(26/06/2023)


উত্তর দেখা হয়েছে : 236