প্রশ্ন
কোন এলাকায় অনাবৃষ্টির কারনে বাড়িতে বাড়িতে গিয়ে চাল টাকা তুলে খিচুড়ী পাকায় বৃস্টির হওয়ার জন্য,তাতে শরিয়তের বিধান কি? এবং ফতোয়া কি ?
প্রশ্নকারীর নাম: সাবির আহমেদ
প্রশ্নকারীর ঠিকানা: গ্ৰাম:+পো:মনিরতট,থানা:জয়নগর, জেলা:২৪ পরগনা (দ:)
প্রকাশিত: 20-06-2023
উত্তর
ফতওয়া নং ১২৬
আল্লাহ পাকের কাছে বৃষ্টি প্রার্থনার শরঈ পদ্ধতি হল নামাযে ইস্তিস্কা আদায় করা। এবং গুনাহের কাফ্ফারা স্বরূপ ব্যক্তিগত ভাবে সদকা করাও মুস্তাহাব। কিন্তু এর জন্য চাঁদা করা এবং তা একত্রিত করে খিচুড়ি ইত্যাদি রান্না করার প্রথা প্রমাণিত নয়। এটিকে গুরুত্ব দেওয়া বিদ‘আত। (কিতাবুন্নাওয়াযিল ১/৬৫৩)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)
উত্তর দেখা হয়েছে : 123