আর্মি ক্যাম্পে জুমার নামাজ হবে কি ?

প্রশ্ন

ভারতীয় আর্মি ক্যাম্পে 7বা8জন মিলে জুমুআর নামায আদায় করা যাবে? আশেপাশে কোন মসজিদ নেই।

প্রশ্নকারীর নাম: আতিয়ার লস্কর

প্রশ্নকারীর ঠিকানা: ওলানপাড়া, বাগনান,হাওড়া

প্রকাশিত: 24-06-2023

উত্তর

ফতওয়া নং ১০৬

 

 

      ক্যাম্প যে জায়গায় অবস্থিত, সেটি  যদি শহর, শহরতলি বা এত বড় গ্রাম হয় যে, সেখানে ৩/৪ হাজার লোকের বসতি রয়েছে, তাহলে সেখানে জুমুআর নামায আদায় করা যাবে। আর যদি বন, চর বা বিলের মধ্যে আবাদী থেকে অনেক দূরে কোন ছোট গ্রামে অবস্থিত হয়, তাহলে  সেখানে জুমুআ দুরস্ত নয় । (আহকামে যিন্দেগী ২০৯, আপকে মাসাইল····৪/১২০, কিফায়াতুল মুফতী ৩/২৩০ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

       স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 121