প্রশ্ন
কাঁচা রসুন খেতে রসুল সাঃ নিষেধ করেছেন কেন ?
প্রশ্নকারীর নাম: Manirul islam
প্রশ্নকারীর ঠিকানা: Pifa Raghabpur, po pifa ps hasnabad
প্রকাশিত: 25-06-2023
উত্তর
ফতওয়া নং ৬৮
কাঁচা রসুন খেতে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেননি। বরং কাঁচা পেঁয়াজ-রসুন খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে যেতে নিষেধ করেছেন; যাতে মসজিদে উপস্থিত মানুষ ও ফেরেশতারা কষ্ট না পায়।
(কিফায়াতুল মুফতী ৯/১৩১, তোহফাতুল আহওয়াযী···)
নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রসুন বা পিঁয়াজ খায়, সে যেন আমাদের হতে দূরে থাকে অথবা বলেছেন, সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে।(সহীহ বুখারী, হাদীস নং ৮৫৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া। ১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)
উত্তর দেখা হয়েছে : 197