প্রশ্ন
আমাদের ভারিতীয় দের জন্য আরাফার দিন কবে? যেদিন আমাদের এখানে যিলহজ্বের ৯ তারিখ সেদিন? নাকি যেদিন আরাফায় হাজীরা অবস্থান করেন সেদিন? অনেকে বলেন ৯ তারিখ ভুল ব্যাখ্য হাদিসের? এবিষয়ে সঠিকটা জানতে চাই।
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 25-06-2023
উত্তর
ফতওয়া নং ৬৫
শরীয়তে একটি দিন বা তারিখের শ্রেষ্ঠত্ব একজন ব্যক্তি যেখানে বসবাস করেন তার উপর ভিত্তি করে হয়ে থাকে।
জিলহজ্জ মাসের নয় তারিখটি হল আরাফার দিন। সুতরাং যে দেশে যে দিন জিলহজ্জ মাসের নয় তারিখ হবে, সে দেশে সেই দিনটি আরাফার দিন হিসেবে গণ্য হবে। যদিও তা হাজীদের আরাফায় অবস্থানের আগে বা পরের দিন হয়। সৌদি আরবে যেহেতু আমাদের একদিন আগে চাঁদ ওঠে, তাই সেখানে আমাদের একদিন আগে আরাফার দিন হয়ে থাকে। এই হিসেবে হাজীরা আমাদের আরাফার দিনের একদিন আগে আরাফার ময়দানে অবস্থান করে থাকেন। ( কিতাবুল ফাতাওয়া ৪/৪৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)
উত্তর দেখা হয়েছে : 223