দুয়া শূরু ও শেষ করার সুন্নাত তরিকা

প্রশ্ন

ফরজ নামাজের পর ইমাম দুয়ার শেষে কালিমা লাইলাহা ইলাল্লাহু মুহাম্মদূর রাসূলুল্লাহ বলা কেমন? দয়া করে তাফসীলের সঙ্গে বলবেন?

প্রশ্নকারীর নাম: Md Faiz

প্রশ্নকারীর ঠিকানা: D raipur nodakhali south 24parganas

প্রকাশিত: 26-06-2023

উত্তর

ফতওয়া নং ৭৩

 

     দুআর শেষে কালিমায়ে "লা ইলা হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ " পড়া  কুরআন, হাদীস বা ফিকহ দ্বারা প্রমাণিত নয়। বরং হাদীস দ্বারা প্রমাণিত পদ্ধতি হল—
১. দুআর শুরু এবং শেষে আল্লাহর হামদ ও ছানা (প্রশংসা) বয়ান করা এবং  দরূদ ও সালাম পড়া।
যেমন— নিন্মোক্ত বাক্য বলে দু‘আ শুরু করা।
      اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ.
          
                      অথবা-

اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ وَالْصَّلَاةُ وَالسَّلَامُ علَی سیِّدِ الْاَنْبِیاَءِ وَالْمُرْسَلِیْنَ

অতঃপর নিজের কামনা-বাসনা চাওয়া।

এবং শেষে নিম্নোক্ত বাক্য বলা—

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ.

 

২. 'আমীন' বলে দুআ শেষ করা।

(আবু দাউদ, হাদীস নং ৯৩৮)

 

                   স্বাক্ষরঃ
    মুফতী সাইফুল ইসলাম কাসিমী
     ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
    ২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023) 


উত্তর দেখা হয়েছে : 210