মাগরিবের নামাজের ওয়াক্ত কতক্ষণ থাকে

প্রশ্ন

মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে?

প্রশ্নকারীর নাম: Ruhulamin

প্রশ্নকারীর ঠিকানা: Akra

প্রকাশিত: 26-06-2023

উত্তর

ফতওয়া নং ৬৬

 

           সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া মাত্রই মাগরিবের নামাযের ওয়াক্ত হয় এবং যতক্ষণ পশ্চিম আকাশে লালবর্ণ দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে; কিন্তু মাগরিবের নামায দেরী করে পড়া মকরূহ্। সূর্য অস্ত যাওয়া মাত্রই নামায পড়ে নেওয়া উচিত। পশ্চিম আকাশে ঘন্টাখানেক লালবর্ণ থাকে; (পরীক্ষায় দেখা গিয়াছে যে, সূর্যাস্তের পর ১ ঘন্টা ১২ মিনিট পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে।) তারপর লালবর্ণ চলে গিয়ে কিছুক্ষণ পর্যন্ত সাদাবর্ণ দেখা যায়। লালবর্ণ চলে গেলেই ফতওয়া হিসেবে এশার ওয়াক্ত হয়ে যায় বটে; কিন্তু আমাদের ইমাম আ'যম (রঃ)বলেন যে, সাদাবর্ণ থাকা পর্যন্ত এশার ওয়াক্ত হয় না। কাজেই সাদাবর্ণ দূর হয়ে কালবর্ণ দেখা না দেওয়া পর্যন্ত এশার নামায পড়া উচিত নয়। (ফাতাওয়া দারুল উলুম ২/৪৭,কিতাবুল ফিক্বহ১/২৯২,হিদায়া ১/৪৯)

 

                                                                

                                    স্বাক্ষরঃ

                      মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

                       ১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)


উত্তর দেখা হয়েছে : 276