প্রশ্ন
আসসালামু য়ালাইকুম -হুজুর কবর স্তানের গাছের কাঠ বাড়িতে জালানি বা বিভিন্ন জায়গায় ব্যহার করা এবং যাবতীও ফল যেমন আম কাঠাল ইত্যাদি ফল খাওয়া যাবে কি ?
প্রশ্নকারীর নাম: সেখ নুরুজজামান
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম -আটপুকুর, থানা -হাড়োয়া, জেলা - উওর ২৪ পরগনা
প্রকাশিত: 27-06-2023
উত্তর
ফতওয়া নং ৬৩
কবরস্থান যদি,ওয়াকফকৃত না হয়, ব্যক্তিগত হয়, তাহলে মালিক নিজে বা তার অনুমতিতে অন্য ব্যক্তি কবরস্থানের গাছ-পালা জ্বালানি ইত্যাদি ব্যক্তিগত উপকারে ব্যবহার করতে পারবে। ফল-মূল ইত্যাদি ভোগ করতে পারবে। আর যদি ওয়াকফকৃত হয়, তাহলে ওগুলো ব্যক্তিগত উপকারে ব্যবহার করা জায়েয হবে না। ঐ কবরস্থানেরই উন্নতির কাজে ব্যয় করতে হবে। (ফাতওয়া রহীমিয়া ৯/৪৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)
উত্তর দেখা হয়েছে : 251