প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ে ফেল্লে কি করনীয়

প্রশ্ন

চার রাকয়াত নামাজে দ্বিতীয় রাকায়াতে তাশাহ্হুদ পড়ার পর যদি দরুদ শরিফ পড়ে ফেলি, তাহলে কি সাহুসিজদাহ করতে হবে

প্রশ্নকারীর নাম: সেখ নুরুজ্জামান

প্রশ্নকারীর ঠিকানা: আটপুকুর হাড়োয়া উওর২৪পরগনা

প্রকাশিত: 27-06-2023

উত্তর

 ফতওয়া নং ৬২

 

     জুমআর ফরয নামাযের পরের সুন্নত নামায ছাড়া সমস্ত  তিন বা চার রাকআত বিশিষ্ট ফরয, ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর ভুল বশতঃ "আল্লাহুম্মা সল্লি 'আলা মুহাম্মদ " পর্যন্ত বা তার চেয়ে বেশি পরিমাণ দরূদ শরীফ পড়ে ফেললে, সেজদায়ে সাহু ওয়াজিব হবে। (ফাতাওয়া দারুল উলুম যাকারিয়্যা ২/৪৬১, ফাতাওয়া ফালাহিয়্যাহ্ ২/৬৬২,ইমদাদুল ফাতাওয়া ২/৪১৮)

 

                                  স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

                         ১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023                                           


উত্তর দেখা হয়েছে : 221