আরবি ছাড়া অন্য ভাষায় খুৎবা দেওয়া যাবে কি ?

প্রশ্ন

খোতবা কি আরবি ভাষা ব্যাতিত অন্য ভাষায় দেওয়া যায় ?

প্রশ্নকারীর নাম: মাওঃ মুমিন আলী সরদার

প্রশ্নকারীর ঠিকানা: জয়নগর তিলপী

প্রকাশিত: 28-06-2023

উত্তর

 

ফতওয়া নং ৬১

 

 নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহবীদের থেকে আরবী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার কোনো প্রমাণ নেই । ততকালীন যুগে আরবের বাইরে যারা ইসলাম গ্রহণ করতেন, তাদের বিশেষ প্রয়োজন ছিল তাদের আঞ্চলিক ভাষায় খুতবা হওয়া। কেননা তাঁরা ইসলামী বিধান জানার মুখাপেক্ষী ছিলেন। এবং তারা আরবী জানতেন না, বুঝতেন না। এতদসত্ত্বেও তাদের মাঝে  আরবী ভাষা ছাড়া তাদের আঞ্চলিক ভাষায় খুতবা হওয়ার কোনো প্রমাণ নেই; যেমন ভাবে যে দেশেই নামায  হোক না কেন, আঞ্চলিক ভাষা যাই হোক না কেন, নামাযের মধ্যে কুরআন পাঠ আরবী ভাষাতেই হয়ে থাকে। এখানে এই যুক্তি দেখান চলেনা যে, আঞ্চলিক ভাষায় কুরআন পাঠ হলে উপস্থিত জনগণ ইমাম যা কিছু পাঠ করে থাকেন, তার মর্ম বুঝতে পারতো, ফলে তারা উপকৃত হতো। এ দ্বারা অনুমান করা যায় যে, খুতবা আরবী ভাষায় হওয়া একটি মস্তবড় গুরুত্বপূর্ণ সুন্নত। অতএব খুতবা আরবী ভাষা ছাড়া অন্য ভাষায় দেওয়া খেলাফে সুন্নাত।   (কিফায়াতুল মুফতী ৩/২৬০ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

                                                                                         

                       স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

               ১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)


উত্তর দেখা হয়েছে : 246