প্রশ্ন
নামাজে রাক'আত ছেড়ে গেলে, ছেড়ে যাওয়া রাক'আত আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু হবে, না , সানা থেকে হবে ? দয়া করে জানাবেন।
প্রশ্নকারীর নাম: নজরুল ইসলাম
প্রশ্নকারীর ঠিকানা: বাসন্তী
প্রকাশিত: 28-06-2023
উত্তর
ফতওয়া নং ৬০
ছেড়ে যাওয়া রাক'আত সানা থেকে শুরু হবে। অর্থাৎ ইমামের সালাম ফেরার পর যখন ছেড়ে যাওয়া রাক'আত পড়তে লাগবে, তো প্রথমে সানা তারপর আঊযু বিল্লাহ··· তারপর বিসমিল্লাহ···তারপর সূরা ফাতিহা ইত্যাদি পড়বে। ( ফাতাওয়া হাক্কানিয়া ৩/১৮০,খয়রুল ফাতাওয়া ২/৪০৫, শামী ১/৪১৮,৫৯৬, ফাতাওয়া রহীমিয়া ৫/১৫৭,ফাতাওয়া দারুল উলুম ৩/২৫৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)
উত্তর দেখা হয়েছে : 295