শিয়া বা হিন্দুর জবাইকৃত প্রাণী আমাদের জন্য খাওয়া জায়েয আছে কি ?

প্রশ্ন

যদি কোনো শিয়া বা হিন্দু ''বিসমিল্লাহ'' বলে কোনো প্রাণী জবাই করে তাহলে তার জবাইকৃত প্রাণী আমাদের জন্য খাওয়া জায়েয আছে কি না ?

প্রশ্নকারীর নাম: Mohammed abuzar molla

প্রশ্নকারীর ঠিকানা: Suncity Hyderabad Telangana pin code 500086

প্রকাশিত: 28-06-2023

উত্তর

 

ফতওয়া নং৫৯

 

 

     জবাইকৃত প্রাণী হালাল হওয়ার জন্য জবাইকারীর তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হওয়া শর্ত। সুতরাং হিন্দু কর্তৃক জবাইকৃত প্রাণী হালাল নয়। আর যে সকল শিয়া কুফরী বিশ্বাসে বিশ্বাসী তাদের জবাইকৃত প্রাণীও হালাল হবে না। তবে যাদের মধ্যে কুফরী আকীদা নেই তারা যদি ‘’বিসমিল্লাহ'' বলে জবাই করে তাহলে হালাল হবে। 

 

(শামী সহ দুর্রে মুখতার ৬/২৯৮, ফাতাওয়া হিন্দিয়া ২/২৬৪,৫/২৮৫, আল হিদায়া ৪/৪৩৩ পৃষ্ঠা দ্রষ্টব্য) 

 

                       স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

               ১০ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(29/06/2023)

 


উত্তর দেখা হয়েছে : 360