প্রশ্ন
কবর স্তানের গাছের কাট বাড়িতে জালানি বা অন্য জায়গায় ব্যহার করা যাবে কি, ও যাবতিও ফল যেমন আম কাঠাল ইত্যাদি ফল খাওয়া যাবে কি ?
প্রশ্নকারীর নাম: সেখ নুরুজ্জামান
প্রশ্নকারীর ঠিকানা: আটপুকুর হাড়োয়া উওর২৪পরগনা
প্রকাশিত: 02-07-2023
উত্তর
ফতওয়া নং ১৫৯
কবরস্থান যদি কারো ব্যক্তি মালিকানায় হয়, তাহলে মালিক পক্ষ নিজের প্রয়োজনে কবরস্থানে ফলের গাছ লাগাতে এবং ফল খেতে বা বিক্রি করতে পারবে। যদি ব্যক্তি মালিকানায় না হয়, বরং ওয়াকফকৃত হয় তাহলে ওয়াক্ফকৃত কবরস্থানের গাছপালা ও ফলমূল ওয়াক্ফের সম্পত্তি। তাই সরকার কর্তৃক নির্ধারিত কবরস্থান বা ওয়াক্ফিয়া কবরস্থান উভয়টির সকল উৎপাদন কবরস্থানের নিজস্ব সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলোকে বিক্রি করে কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণের কাজে লাগাবেন। এলাকাবাসীর জন্য বিনামূল্যে এ ধরনের কবরস্থানের ফলমূল ভোগ করা জায়েয নয়।
(ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৭৩; ফাতাওয়া আলমগীরী ২/৪৭৩; ফাতাওয়া দারুল উলূম ৫/৪১১, কিফায়াতুলমুফতী৭/১২১পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)
উত্তর দেখা হয়েছে : 138