প্রশ্ন
কোন মহিলার চুল যদি খুব লম্বা থাকে, অসুবিধার কারণে যদি সামান্য কিছু (৪/৫ আঙুল) কাটতে চায় তাহলে কি কাটা যাবে ?
প্রশ্নকারীর নাম: রমজান আলী মন্ডল
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম ও পোস্ট-ভেলাপেটা, থানা -তুফানগঞ্জ, জেলা-কোচবিহার (পঃবঃ) পিন নাম্বার-736156
প্রকাশিত: 03-07-2023
উত্তর
ফতওয়া নং ১০৩
মহিলাদের চুল কোনো স্বাস্থ্যগত প্রয়োজন ছাড়া কাটা মাকরূহ ও অভিশাপের কাজ।‘বেহেশতী যেওরে’ হারাম বলা হয়েছে। তবে, চুলের আগা ফেটে যাওয়া, চুলে জট পড়া প্রভৃতি স্বাস্থ্যগত প্রয়োজনে কিংবা চুল অতিরিক্ত লম্বা হয়ে নিতম্ব অতিক্রম করে দৃষ্টি কটু হলে প্রয়োজন পরিমাণ কাটা জায়েয হবে। (ক্বামূসুল ফিক্বহ ১৯৭,জাদীদ ফিক্বহী মাসাইল ১/২০৭, শামী সহ দুর্রে মুখতার ৫/২৬১, আলমগীরী ৬/২৩৮) তাসহীলে বেহেশতী যেওর ২/২৮১ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম ১৪৪৫হিজরী(27/07/2023)
উত্তর দেখা হয়েছে : 172