প্রশ্ন
দ্বিতীয় রাকায়াতে তাশাহহুদ পড়ার পর যদি দরুদ শরিফ পড়ে ফেলি তাহলে সাহু সিজদা করতে হবে কি?
প্রশ্নকারীর নাম: সেখ নুরুজ্জামান
প্রশ্নকারীর ঠিকানা: আটপুকুর হাড়োয়া উওর২৪পরগনা
প্রকাশিত: 03-07-2023
উত্তর
ফাতাওয়া নং ১০১
জুমআর ফরয নামাযের পরের সুন্নত নামায ছাড়া সমস্ত তিন বা চার রাকআত বিশিষ্ট ফরয, ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর ভুল বশতঃ "আল্লাহুম্মা সল্লি 'আলা মুহাম্মদ " পর্যন্ত বা তার চেয়ে বেশি পরিমাণ দরূদ শরীফ পড়ে ফেললে, সেজদায়ে সাহু ওয়াজিব হবে। (ফাতাওয়া দারুল উলুম যাকারিয়্যা ২/৪৬১, ফাতাওয়া ফালাহিয়্যাহ্ ২/৬৬২,ইমদাদুল ফাতাওয়া ২/৪১৮
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম ১৪৪৫হিজরী(27/07/2023)
উত্তর দেখা হয়েছে : 138