মরহুম ব্যক্তির ছবি স্মৃতি স্বরূপ রেখে দেওয়া

প্রশ্ন

আমি আমার নানীকে খুব ভালোবাসি, তিনি কয়েকমাস আগে ইন্তেকাল করেছেন। তাঁর কিছু ছবি আর ভিডিও আমার ফোনে আছে, তার মৃত চেহেরার ভিডিও পর্যন্ত আমার কাছে রয়েছে, ডিলিট করতে মায়া লাগছে, আমি জানতে চাই মৃত ব্যক্তির ছবি ভিডিও রাখা কতটুকু জায়েজ? আর বেঁচে থাকার সময়ের ছবি ভিডিও আর মৃত্যুর চেহারা দুটোই ফোনে রাখা কি নাজায়েজ হারাম ?

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি, মোবাইল নং- 9100363867

প্রকাশিত: 05-07-2023

উত্তর

ফতওয়া নং ১৬০
 

 

     অযথা ছবি তোলা শরীয়তে নিষিদ্ধ। আর তা যদি হয় মৃত ব্যক্তির ছবি তাহলে বিষয়টা আরও মারাত্মক। কারও স্মৃতি ধরে রাখার জন্য তার ছবি সংরক্ষণ করার মানসিকতা সঠিক নয়। বরং কর্মই মানুষকে স্মৃতিময় করে রাখে। (জামিউল ফাতাওয়া ৪/৩০৮)

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)


উত্তর দেখা হয়েছে : 99