কেউ যদি বলে ‘আমি মুসলমান নই

প্রশ্ন

রমাযানুল মুবারকে দিনের বেলায় অমুসলিমদের হোটেল খোলা থাকে। এতে অমুসলিমদের পাশাপাশি কিছু মুসলমান বেরোজদারীরাও খেতে আসে। কখনো পুলিশী অভিযানে কোন মুসলমান ধরা পড়ার পর যদি সে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য নিজেকে অমুসলিম হিসেবে পরিচয় দিয়ে বলে আমি মুসলমান নই। এ ক্ষেত্রে নিজেকে অমুসলিম পরিচয় দেয়া ঠিক হবে কিনা ?

প্রশ্নকারীর নাম: Mohammed abuzar molla

প্রশ্নকারীর ঠিকানা: Suncity Hyderabad Telangana pin code 500086

প্রকাশিত: 06-07-2023

উত্তর

ফতওয়া নং ৯৫

 

    কেউ যদি বলে ‘আমি মুসলমান নই’, তাহলে উক্ত ব্যক্তি এই  বাক্যটি বলার দ্বারা  দ্বীনে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে; মুসলমান থাকবে না। এ জাতীয় লোকদের ঈমান ও বিবাহ নবায়ন করা জরুরী এবং এ জাতীয় নিকৃষ্ট কথাবার্তা থেকে তওবা করা আবশ্যক। রোযা না রাখার আরো অন্যান্য কারণওতো রয়েছে । কারো যদি মিথ্যার আশ্রয় নিতেই হয় তবে অন্য কোন ওযর পেশ করবে। তবুও নিজেকে অমুসলিম বলবে না। এটি একেবারেই নির্বুদ্ধিতা।

-আপকে মাসায়েল : ১/৫১

 

                   স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)


উত্তর দেখা হয়েছে : 258