কাজের দায়িত্ব নিয়ে অপরের দ্বারা সেই কাজ কম পারিশ্রমিকে করিয়ে নেওয়া

প্রশ্ন

আমি একজন লেদ মালিক,আমি কথা করে আমার মিস্ত্রিদের দিন পিছু বেতন ৩০০ টাকা দিয়ে থাকি,আমি যখন কারো বাড়িতে কাজে পাঠায় তখন বাড়ি ওয়ালার নিকট মিস্ত্রি পিছু ৪০০ টাকা নিয়ে থাকি,সেখানে গাড়ি,মেশিন পত্র সবই আমার খাটে, এখন আমার প্রশ্ন আমার এই ১০০ টাকা নেওয়া যায়েয হবে কী না?

প্রশ্নকারীর নাম: সেখ মিনার উদ্দিন বীরভূমী

প্রশ্নকারীর ঠিকানা: ছোট আলুন্দা, সিউড়ী, বীরভূম, ৭৩১১০৩

প্রকাশিত: 07-07-2023

উত্তর

ফতওয়া নং ১৬৯
 

 

     যদি বাড়ি ওয়ালার  কাজ করে দেওয়ার দায়িত্ব আপনি নিয়ে থাকেন, তাহলে যে পরিমাণ পারিশ্রমিকের চুক্তি আপনি তার সঙ্গে করেছেন উক্ত বাড়িওয়ালার কাছ থেকে  সে পরিমাণ পারিশ্রমিক আপনি নিতে পারেন। মিস্ত্রী পিছু ৪০০ টাকার চুক্তি হয়ে থাকলে আপনি বাড়িওয়ালার কাছ থেকে মিস্ত্রী পিছু চারশত টাকা নিতে পারেন। আপনি যেহেতু নিজে কাজ না করে মিস্ত্রীদের দ্বারা করিয়ে নিচ্ছেন, তাই এক্ষেত্রে মিস্ত্রীদের সঙ্গে আপনার যে পরিমাণ পারিশ্রমিকের চুক্তি হয়েছে সে পরিমাণ পারিশ্রমিক আপনি আপনার মিস্ত্রীদেরকে আপনার পক্ষ থেকে দিবেন।   ৩০০ টাকা হারে চুক্তি হয়ে থাকলে, তাদেরকে আপনি তিনশ টাকা হারে দিবেন। বাড়িওয়ালার সঙ্গে আপনার মিস্ত্রীদের  কোনো সম্পর্ক নেই। বরং বাড়িওয়ালার কাছ থেকে আপনি আপনার পারিশ্রমিক বুঝে নিবেন। আপনার মিস্ত্রীরা তাদের  পারিশ্রমিক  আপনার কাছ থেকে বুঝে নিবে। এক্ষেত্রে যে ১০০টাকা আপনার লাভ হবে সেটা আপনার জন্য বৈধ। 
     আর যদি বাড়িওয়ালার কাজের দায়িত্ব আপনি না নেন; বরং আপনার মিস্ত্রীরা সরাসরি বাড়িওয়ালার কাছ থেকে নেয় আর আপনার চুক্তি মিস্ত্রীদের সঙ্গে এরূপে হয় যে, তোমরা যে চারশো টাকা  উপার্জন করবে তা  থেকে আমাকে একশো টাকা হিসেবে দিতে হবে, তাহলে এই টাকা আপনার জন্য জাইয হবে না। তবে যদি আপনার মেশিনের ভাড়া বাবদ পূর্ব-চুক্তি ভিত্তিক নিয়ে থাকেন, তাহলে তা জাইয হবে। (শামী ৬/১৮)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)


উত্তর দেখা হয়েছে : 229