পায়ে হেঁটে হজ্বে যাওয়া

প্রশ্ন

মুফতি হুজুরের কাছে জানতে চাই বর্তমান সময়ে পায়ে হেঁটে হজ্বে যাওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কি? একটা যুবক শ্রম আর সময় ব্যায় করে পায়ে হেঁটে হজ্বে যাবে। একটা মুসলিম যুবকের জন্য পায়ে হেঁটে হজ্বের থেকে যরূরী কোনো কাজ ইসলামে আছে কী? যে কাজে ওই শ্রম আর সময় ব্যায় করা বেশি জরুরি? কোনো যুবকের ইচ্ছে হলেই সে পায়ে হেঁটে হজ্বে যেতে পারবে? নাকি কোনো শর্ত আছে ?

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি

প্রকাশিত: 09-07-2023

উত্তর

ফতওয়া নং ১২৪

 

 

        যার হজ্জ করতে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই, তার উপর পায়ে হেঁটে হজ্জ করতে যাওয়া ফরয নয়। কিন্তু কেউ যদি পায়ে হেঁটে হজ্জ করতে যায়, তাহলে তা না-জাইযও নয়। তবে তার জন্য শর্ত হল   তার যেন পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা থাকে। এবং এই পায়ে হেঁটে হজ্জ করতে যাওয়া যেন একমাত্র সাওয়াব ও  আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হয়ে থাকে। খ্যাতি অর্জন, লৌকিকতা বা ভাইরাল হওয়া যেন উদ্দেশ্য না হয়। তবে, দূরদেশ থেকে পায়ে হেঁটে হজ্জ করতে যাওয়া সুন্নত নয়। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়ে হেঁটে হজ্জ করেননি। পায়ে হেঁটে হজ্জ করার প্রতি উৎসাহও দেন নি। (কিফায়াতুল মুফতী ৪/৩২৯)

নবী (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) যখন জানতে পারলেন, ‘উক্ববাহ ইবনু ‘আমিরের (রাঃ) বোন পদব্ৰজে হাজ্জ করার মানত করেছেন, তখন তিনি বললেনঃ নিশ্চয়ই আল্লাহ্ তার এরূপ মানতের মুখাপেক্ষী নন। তাকে যানবাহনে চড়ে হাজ্জে আসার নির্দেশ দাও।( আবু দাউদ, হাদীস নং ৩২৯৭)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 279