প্রশ্ন
হযরত আমি জানতে চাচ্ছি যে, ফজর এবং যোহরের সুন্নতে মুওয়াক্কাদাহ জামাতের পরে আদায় করা যাবে কী ?
প্রশ্নকারীর নাম: আবদুস সালাম সেখ
প্রশ্নকারীর ঠিকানা: পুখুরিয়া, তিলকপুর, নদীয়া
প্রকাশিত: 09-07-2023
উত্তর
ফতওয়া নং ১২৫
নিয়ম হল আগের সুন্নত আগে পড়া। ফজরের সুন্নত নামাযের ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হল বাড়িতে আদায় করে মাসজিদে গমন করা। যদি বাড়িতে না পড়ে মাসজিদে পৌঁছে যাওয়া হয় , তাহলে তা মসজিদে পড়ে নেওয়া। যদি জামায়াত আরম্ভ হয়ে যায়, তবে সুন্নাত নামায পড়ে জামায়াতে অন্ততঃ এক রাকআত পাওয়ার যদি আশা থাকে, বরং তাশাহহুদ পাওয়ারও যদি আশা থাকে তাহলে জামায়াত থেকে সরে দূরে কোনো জায়গায় যেয়ে সুন্নাত পড়ে নেওয়া জাইয আছে। কিন্তু যদি কেউ সুন্নত না পড়তে পেরে জামায়াতে শরীক হয়ে যায়,তাহলে ফজরের ফরয নামাযের পর সূর্যোদয়ের পর ইশরাকের সময় না হওয়া পর্যন্ত নামায পড়া মাকরূহ। সূর্যোদয়ের পর ইশরাকের সময় হলে ইমাম মুহাম্মাদ (র:) এর মতে ফজরের সুন্নাত নামাযের কাযা পড়ে নেওয়া উত্তম। যদিও আবু হানিফা ও আবু ইউসুফ (র:) এর মতে ফরযের সঙ্গে ছাড়া শুধু সুন্নতের কাযা হয় না। পড়লে সেটা নফল হিসেবে গণ্য হবে। (ফাতাওয়া উসমানী ১/৪৪১)
যোহরের ফরযের আগে চার রাকাআত সুন্নাত নামায না পড়ে থাকলে , নিয়ম হল ফরযের পর প্রথম দুই রাকাআত সুন্নাত পড়ে নিয়ে তারপর উক্ত ছেড়ে যাওয়া চার রাকাআত সুন্নাত নামায পড়া । (ফাতাওয়া ফরীদিয়্যা ২/৫৪৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)
উত্তর দেখা হয়েছে : 163