হাফ হাতা জামা পরে নামায আদায় করা

প্রশ্ন

শায়েখ, কোন ব্যক্তি টি শার্ট বা হাফ হাতা জামা দিয়ে নামাজ আদায় করতে পারবে কি ?

প্রশ্নকারীর নাম: আশরাফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: West Bengal, Murshidabad, salar

প্রকাশিত: 10-07-2023

উত্তর

ফতওয়া নং ১৬৬

 

 

     নামাজে কেবল সতর আবৃত করতেই নির্দেশ দেওয়া হয়নি, বরং সাজসজ্জার পোশাকও পরিধান করতে বলা হয়েছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ 
‘হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও।'(সূরা আ’রাফ ৩১) 
সুতরাং এমন পোশাক পরেও নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।
    আর এ কারণেই ফকিহগণ বলেন, হাফ হাতা গেঞ্জি, টি-শার্ট, হাফ শার্ট বা জামার হাতা উল্টিয়ে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরূহ তথা অপছন্দনীয় কাজ।
    তা ছাড়া নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক।
আবার মাকরূহ হবে বলে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি নামাজই ছেড়ে দিবে এটাও যেন না হয়। 
(ফাতাওয়া আলমগিরি:১/১০৬, কিতাবুলফাতাওয়া:২/২১৭)

 

                      স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(27/09/2023)


উত্তর দেখা হয়েছে : 164