প্রশ্ন
শায়েখ, বর্তমান জামানায় বাজারে যে সমস্ত জিন্স, কটন, থ্রী কোয়াটার, ট্যাকশুট পাওয়া যায় সেগুলো এমন ভাবেই তৈরি থাকে যে সেটিকে নাভির উপরে করা যায় না। এমত অবস্থায় এই সমস্ত প্যান্ট গুলি কি নাভির উপরে পড়তে হবে ? নাভির উপরে পড়া যায় লুঙ্গী - পাজামা এগুলো কি নাভির উপরে পড়তেই হবে ?
প্রশ্নকারীর নাম: আশরাফুল হক
প্রশ্নকারীর ঠিকানা: মুর্শিদাবাদ, সালার
প্রকাশিত: 10-07-2023
উত্তর
ফতওয়া নং ১০০
নাভির উপরে পরা যরূরী নয়।তবে নাভি সংলগ্ন নিচের অংশ ঢেকে কাপড় পরা যরূরী । কারণ, পুরুষের সতর নাভির নিচে থেকে হাটুর নিচে পর্যন্ত। (মাজমাউল আনহুর ৮০ পৃষ্ঠা।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম ১৪৪৫হিজরী(27/07/2023)
উত্তর দেখা হয়েছে : 310