এক রাকআতে তিন সাজদা করে ফেললে ?

প্রশ্ন

যদি কেউ ভুল বশত তিন টি সিজদা করে ফেলে এবং নামাজ শেষ করে জানতে পারে তাহলে কি সহো সিজদা না দেয়ার কারণে নামায দোহরাবে ?

প্রশ্নকারীর নাম: M.M.MOFIJUL ISLAM MOLLA

প্রশ্নকারীর ঠিকানা: SANKARDHA NARABUNIA MINAKHAN 24 PGS=PIN743425

প্রকাশিত: 11-07-2023

উত্তর

   ফতওয়া নং ৯৯

 

যদি কোন রাক’আতে ভুল বশতঃ দু’টির জায়গায় তিনটি সেজদা করে, তাহলে সহো সেজদা ওয়াজিব হবে।  সেজদায়ে সহো করে নিলে নামায ঠিক হয়ে যাবে। যদি সেজদায়ে সহো না করে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে  এখনও পর্যন্ত  নামাযের পরিপন্থি কোনো কাজ না করে  থাকলে, সেজদায়ে সহো করে নিলে নামায হয়ে যাবে। আর যদি সেজদায়ে সহো না করে, তাহলে নামায দোহরানো ওয়াজিব হবে। (হালাবী কাবীর ৪৫৬)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 236