আগে সালাম দেওয়ার ফযীলত

প্রশ্ন

শুনেছি সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব,তাহলে ছাওয়াবের দিক দিয়ে কে বেশি পাবে?

প্রশ্নকারীর নাম: মাওঃআবদুল্লাহ সরদার

প্রশ্নকারীর ঠিকানা: ধর্মতলা ক্যানিং

প্রকাশিত: 11-07-2023

উত্তর

ফাতাওয়া নং ৯৮

 

   সালাম করা সুন্নাত। উত্তর দেওয়া ওয়াজিব। সাধারণত ওয়াজিবের সাওয়াব সুন্নাতের চেয়ে বেশি হয়ে থাকে। কিন্তু  সালাম করার সুন্নাতের সাওয়াব উত্তর দেওয়ার ওয়াজিবের চেয়ে বেশি। 
কারণ সম্ভবত এই যে, উত্তর দাতা উত্তর দিয়ে যে ওয়াজিব কাজটি করল, তার হেতু হচ্ছে  সালাম কারি ব্যক্তির সালাম করা। কারণ, সালাম না করলে  তো উত্তর দিত না। 
  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মানুষের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক উত্তম ঐ ব্যক্তি, যে আগে সালাম দেয়। (আবু দাউদ;হাদীস নং ৫১৯৭)

 

                  স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম ১৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 145