নামাযে কোন সিজদা ছেড়ে গেলে

প্রশ্ন

যদি কোন ইমাম চার রাকাত নামাজ আদায় করছেন। ইতিমধ্যে প্রতি রাকাতে দুটি করে সেজদার জাগায় কোন একটি রাকাতে একটি সেজদা দিয়ে ফেলেছেন। এবং পরে সাহু সেজদা দিয়ে নামাজ পরিপূর্ণ করেছেন। এখন জানার বিষয় হল, প্রতি রাকাতে দুটি করে সেজদা ফরজ না ওয়াজিব, আর ইমাম সাহেবের নামাজ সম্পূর্ণ হয়েছে কিনা? দলিলসহ জানালে উপকৃত হতাম।

প্রশ্নকারীর নাম: Abdul Mannan Gazi

প্রশ্নকারীর ঠিকানা: Vill+Po :- Malancha

প্রকাশিত: 12-07-2023

উত্তর

ফতওয়া নং ১১০

 

 

 কেউ যদি নামাযের মধ্যে কোনো রাকআতে দু’টির পরিবর্তে ভুলবশত একটি সেজদা করে, তাহলে  শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার আগে উক্ত সেজদা আদায় করে দিলে  সেজদায়ে সাহু দ্বারা নামায শুদ্ধ হয়ে যাবে। অন্যথায় সেজদায়ে সাহু করলেও নামায শুদ্ধ হবে না। পুনরায় পড়তে হবে। কেননা,প্রথম সেজদার মত দ্বিতীয় সেজদা করাও ফরয। আর ফরয বাদ গেলে নামায দোহরানো ছাড়া উপায় থাকে না। প্রশ্নের বিবরণ অনুযায়ী  ইমাম সাহেব ছেড়ে যাওয়া সেজদাটি তাশাহহুদের আগ পর্যন্ত আদায় করে দেন নি। শুধুমাত্র সেজদায়ে সাহু করেছেন। অতএব, ইমাম সাহেবের এই নামাযটি শুদ্ধ হয়নি।  (ক্বামুসুল ফিক্বহ ৪/১২৯, নামায কে মাসাইল কা ····২/৩৬৯পৃষ্ঠা)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 218