মাগরিবের নামায ইমামের সাথে এক রাকআত পাওয়া গেলে বাকি নামায আদায় করার নিয়ম

প্রশ্ন

আমার জানার বিষয় হল যে, আমি মাগরিবের নামাজ দুই রাকাত পাইনি, ইমাম সাহেবের সাথে এক রাকাত পেয়েছি। তাহলে বাকি দুই রাকাত আমি কিভাবে আদায় করব। সুরা ফাতিহা ও সুরা কিভাবে পড়বো ?

প্রশ্নকারীর নাম: আব্দুর রহমান

প্রশ্নকারীর ঠিকানা: বহরমপুর, মুর্শিদাবাদ

প্রকাশিত: 19-07-2023

উত্তর

  ফতওয়া নং ১০৪
   

       

          যদি কেউ মাগরিবের নামায ইমামের সাথে কেবল শেষের এক রাকআত পায়, তাহলে বৈঠকে ইমামের সাথে কেবল তাশাহহুদ পড়ে চুপচাপ বসে থাকবে। তারপর  ইমামের সালাম ফিরানোর পর দাড়িয়ে অবশিষ্ট রাকআত সমূহ এমন ভাবে আদায় করবে যে, প্রথমে সানা তারপর আঊযুবিল্লা···তারপর বিসমিল্লাহ····তারপর সুরা ফাতিহা পড়ে আমীন বলবে এবং বিসমিল্লাহ····পড়ে কোনো সুরা মিলিয়ে রুকু ও উভয় সেজদা করে বৈঠক করে তাশাহহুদ পড়বে। তারপর পুনরায় দাড়িয়ে বিসমিল্লাহ····· বলে সুরা ফাতিহা পড়ে আমীন বলবে এবং বিসমিল্লাহ···· পড়ে কোনো সুরা মিলিয়ে রুকু সেজদা ইত্যাদি করে নামায পরিপূর্ণ করবে। 
মোট কথা, মাগরিবের নামাযে ইমামের সাথে এক রাকআত পাওয়া কালিন অবশিষ্ট দুই রাকআতে বৈঠক করা ও তাশাহহুদ পাঠ করা আবশ্যিক। (নামায কে মাসাইল কা ইনসাইক্লোপেডিয়া ৪/১১৫)

 

      স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 175