প্রশ্ন
হযরত মুহতারাম, আমার প্রশ্ন আখিরুয্যোহর সম্পর্কে। আখিরুয্যোহর পড়তে হবে কি ?
প্রশ্নকারীর নাম: আবদুল হামিদ মোল্লা
প্রশ্নকারীর ঠিকানা: কোলাঘাট পূর্ব মেদিনীপুর
প্রকাশিত: 20-07-2023
উত্তর
ফতওয়া নং ১০৯
আখিরুয্যোহরকে ফাতাওয়ার গ্রন্থাবলীতে ইহতিয়াতুয্যোহরও বলা হয়েছে । আর এই ইহতিয়াতুয্যোহর সম্পর্কে ‘ফাতাওয়া দারুল উলুম যাকারিয়্যা’ নামক কেতাবে লেখা আছে, “ হানাফী মাযহাব অনুযায়ী ইহতিয়াতুয্যোহর না পড়া দরকার। শুধুমাত্র জুমুআর নামাযের উপর যথেষ্ট করা দরকার।
‘আল-বাহরুরাইক’ নামক গ্রন্থে বলা আছে, এই ইহতিয়াতুয্যোহরের নামায ইমাম আবু হানিফা ও সাহিবাইন থেকে বর্ণিত নেই।
‘ইমদাদুল ফাত্তাহ’ নামক কেতাবে লেখা আছে, “ জুমুআর নামাযের পর সতর্কতা মূলক চার রাকআত পড়ার নির্দেশটি দূর্বল ও খেলাফে মাযহাব মতের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। অতএব, এই নামায পড়ার মধ্যে সাবধানতা নেই। কেননা, সাবধানতা আছে বলিষ্ঠ দলীলের উপর আমল করার মধ্যে।”
‘ইমদাদুল আহকাম’ নামক কেতাবে আছে, “যোহরে ইহতিয়াতি সর্বাবস্থায় নিষিদ্ধ।”
বেহেশতী যেওরে ‘বাহরুর্রায়েক’নামক গ্রন্থ থেকে বলা আছে, “ কোন কোন লোক জুমু'আর পর এতিয়াতুয্ যোহর পড়ে থাকে, যেহেতু সর্বসাধারণের আক্বীদা এর কারণে নষ্ট হয়ে গিয়েছে, কাজেই তাদেরকে একেবারে নিষেধ করা দরকার। অবশ্য যদি কোন আলেম সন্দেহের স্থলে পড়তে চায়, তবে এইরূপে পড়বে, যেন কেউ জানতে না পারে।”
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম ১৪৪৫হিজরী(27/07/2023)
উত্তর দেখা হয়েছে : 247