প্রশ্ন
আমরা তো আশুরার দিন বা 10 ই মুহাররম এ খিচুড়ি রান্না করে বিলিয়ে দিয়ে থাকি এটার বিষয়ে একটু জানাবেন ।
প্রশ্নকারীর নাম: Md sohid molla
প্রশ্নকারীর ঠিকানা: Nimkuria, bhangar, South 24 parganas
প্রকাশিত: 20-07-2023
উত্তর
ফতওয়া নং ১০৮
আশুরার দিনের খিচুড়ি প্রথা জায়েয নেই। কারণ, মুহাররম মাসে এ জাতীয় অনুষ্ঠান উদযাপন প্রসঙ্গে কোনো মুহাদ্দিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহীহ কিংবা জঈফ হাদিসও বর্ণনা করেননি। এবং সাহাবায়ে কেরাম সহ চার ইমাম ও নির্ভরযোগ্য কোনো আলেমও এ জাতীয় কাজকে সমর্থন করেননি। তাবিয়ীদের থেকেও কোনো আছর পাওয়া যায় না। “আলবিদায়া অন্নেহায়া” গ্রন্থে লিখিত আছে যে, হযরত হোসাইন (রাযি:)-এর শাহাদাতের উল্লাসে নাওয়াসিব ও খাওয়ারিজ সম্প্রদায়ের লোকেরা নানারকম সব্জি মিশিয়ে খানা রান্না করত। সেই হিসেবে মুহাররমের খিচুড়ি প্রথা আহলে বাইতদের সাথে শত্রুতা পোষণ কারিদের প্রথা । অতএব এটা বর্জনীয়। (কিতাবুন নাওয়াযিল ১/৫০২পৃষ্ঠা দ্রষ্টব্য।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম ১৪৪৫হিজরী(27/07/2023)
উত্তর দেখা হয়েছে : 268