কিস্তিতে ক্রয়-বিক্রয়

প্রশ্ন

কিস্তিতে কিছু কেনা যায়েজ আছে কি ?

প্রশ্নকারীর নাম: Sk sahabul hasan

প্রশ্নকারীর ঠিকানা: Burdwan

প্রকাশিত: 23-07-2023

উত্তর

ফতওয়া নং ১১২

 

 

   কিস্তিতে ক্রয়-বিক্রয় জাইয আছে। এবং নগদের তুলনায় কিস্তিতে বেশি দামে লেনদেন করারও অবকাশ আছে; তবে ক্রয়-বিক্রয়ের শর্তাবলী পূরণ হওয়া এ ক্ষেত্রেও যরূরী। যেমন–

ক.  ক্রয়-বিক্রয়ের মজলিসেই পণ্যের মূল্য নির্দিষ্ট হতে হবে।  

খ.  মূল্য পরিশোধের সময় নির্দিষ্ট হতে হবে।

গ.  নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করলে জরিমানা হিসেবে মূল্য বৃদ্ধি  বা পণ্য ক্রেতার থেকে নিয়ে নেওয়া প্রভৃতি শর্তে ফাসিদ লাগানো  যাবে না। ( ফাতাওয়া হিন্দিয়্যা ৩/৩,জাদীদ ফিকহী মাসাইল ১/২৬১)

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরা (রা.) এসে বলল, আমি ৯ উকিয়ার বিনিময়ে নিজেকে গোলামি থেকে মুক্ত করার চুক্তি করেছি, প্রতিবছর এক উকিয়া করে দিতে হবে। সুতরাং আপনি আমাকে সাহায্য করুন। (বুখারি: হাদীস নং ২১৬৮)

কিস্তিতে বেচাকেনার বৈধতার বিষয়টি এ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় ।

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ মুহাররম৪৪৫হিজরী(03/08/2023)


উত্তর দেখা হয়েছে : 370