প্রশ্ন
আসরের নামাজের পর ওই দিনের ফজর যোহর কাজা পড়া যাবে কি? ..কিংবা যদি আমার আসরের জামাত ছেড়ে যায়, তাহলে আমি ওইদিনের ফজর যোহর আগে কাজা আদায় করে নিয়ে তারপর আসরের নামাজ পড়তে পারবো ?
প্রশ্নকারীর নাম: Ruhulamin mondal
প্রশ্নকারীর ঠিকানা: Akra dakghor
প্রকাশিত: 24-07-2023
উত্তর
ফতওয়া নং ১১৩
ক্বাযা নামায আসরের আগেও পড়া জাইয, পরেও পড়া জাইয। কিন্তু সূর্যের রঙ পরিবর্তন হয়ে গেলে ওই দিনের আসরের নামায ছাড়া অন্য কোনো নামায পড়া জাইয নেই।
আর সাহিবে তারতীব ব্যক্তির জন্য ক্বাযা নামায আগে পড়ে নিয়ে তারপর ওয়াক্তিয়া নামায পড়া যরূরী, যদি এতটা সময় থাকে যে, ক্বাযা নামায পড়ে ওয়াক্তিয়া নামায পড়া যাবে। তবে ভুল বশত ওয়াক্তিয়া নামায আগে ও ক্বাযা নামায পরে পড়লে দোষ নেই। (উমদাতুল ফিক্বহ ২/৩৪৯-৫০)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ মুহাররম ১৪৪৫হিজরী(03/08/2023)
উত্তর দেখা হয়েছে : 210