প্রশ্ন
তালাক কয় প্রকার ও কি কি এবং হুকুম কি ?
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 26-07-2023
উত্তর
ফতওয়া নং ১১৫
মানগত বিচারে তালাক দুই প্রকার- সুন্নাহসম্মত ও বিদ'আত। সুন্নাহসম্মত তালাক আবার দুই প্রকার- প্রথমতঃ সংখ্যার বিবেচনায় সুন্নাহসম্মত দ্বিতীয়তঃ সময়ের বিবেচনায় সুন্নাহসম্মত। সংখ্যার বিবেচনায় সুন্নাহসম্মত তালাক আবার দুই প্রকার- হাসান (উত্তম) ও আহসান (সর্বোত্তম)। অনুরূপ বিদ'আত তালাকও দুই প্রকার- সংখ্যার বিচারে বিদ'আত এবং সময়ের বিচারে বিদ'আত।
অন্যদিকে গুণগত বিচারে তালাক দুই প্রকার- রাজঈ ও বাইন । যে তালাক দ্বারা সঙ্গে সঙ্গে বিবাহ ছিন্ন হয় না, তাই রাজ'ঈ। আর যে তালাক দ্বারা সঙ্গে সঙ্গে বিবাহ ছিন্ন হয়ে যায়, তাকে বলে বাইন। তা আবার দুই প্রকার- এক প্রকার এমন যাতে শুধু বিবাহ নবায়ন করলেই পুনরায় সংসার করা যায়। আর দ্বিতীয় হলো যাতে সংসার করতে হলে তাহ্লীলে শরয়ীর প্রয়োজন হয়। সাধারণতঃ ফুকাহা কেরাম এর প্রথম প্রকারকে বা-ইন এবং দ্বিতীয় প্রকারকে মুগাল্লাযাহ নামে অভিহিত করে থাকেন। অপর দিকে শাব্দিক বিবেচনায় আবার তালাক দুই ভাগে বিভক্ত- সরীহ ও কিনায়াহ্। যেসব শব্দ পরিষ্কারভাবে তালাক অর্থ জ্ঞাপন করে, অন্য কোন অর্থের সম্ভাবনা রাখে না, তার নাম সরীহ তালাক। আর যেসকল শব্দে তালাকের অর্থ পরিষ্কার নয়, বরং অন্যান্য অর্থের সম্ভাবনা বিদ্যমান, তার নাম কিনায়াহ্।(দরসে কুদূরী ২/৬৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ মুহাররম ১৪৪৫হিজরী(03/08/2023)
উত্তর দেখা হয়েছে : 487