কেউ তার স্ত্রী কে বললো, “আমি তোমাকে তিন তালাক দিলাম”

প্রশ্ন

আমার স্ত্রীর কানের দুল চেয়েছিলাম আমার স্ত্রী আমাকে সেটা দিল না সেটাকে নিয়ে সে বিতর্ক শুরু করল এটা একটা বিশাল আকারে ধারণ করে তারপরে আমি তাকে বললাম যখন তুমি তোমার জিনিস নিয়ে গন্ডগোল করছো তাহলে আমি তোমাকে তিন তালাক দিলাম। এই পর্যন্ত আমার প্রশ্ন শেষ হলো।

প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ নাসিম

প্রশ্নকারীর ঠিকানা: মালিগ্রাম পিংলা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মালিগ্রাম গ্রাম নিবাসী

প্রকাশিত: 27-07-2023

উত্তর

ফতওয়া নং ১১৮

 

 

      আপনার কথা, “আমি তোমাকে তিন তালাক দিলাম” দ্বারা আপনার স্ত্রীর উপর তিন তালাকে মুগাল্লাযা হয়ে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে আপনার স্ত্রী আপনার জন্য সম্পূর্ণ হারাম হয়ে গিয়েছে। পর্দা ইত্যাদি যরূরী। বিবাহ নবায়ন করলেও আপনার জন্য হালাল হবে না। তবে, আপনার স্ত্রী যদি ধারাবাহিক ভাবে ৬ টি কাজ সম্পাদন করে, তাহলে সে আপনার জন্য  পুনরায় নতুন করে হালাল হবে। আর তা হলো-
(১) ইদ্দত অতিবাহিত করতে হবে;
(২) দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হতে হবে;
(৩) দ্বিতীয় স্বামীর সাথে শুধু নামে মাত্র বিবাহ হলে চলবে না, বরং তার সাথে যথারীতি সহবাস করতে হবে;
(৪) দ্বিতীয় স্বামীর বিবাহ বন্ধন থেকে মুক্তি পেতে হবে। যেমন– তালাকপ্রাপ্তি বা স্বামীর মৃতুবরণ। 
(৫) পুনরায় ইদ্দত পালন করতে হবে।
(৬) পুনরায় প্রথম স্বামীর সাথে নিয়মিতভাবে বিবাহ হতে হবে। 
(জামিউল ফাতাওয়া ১০/১৫৩)

 

                    স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ মুহাররম৪৪৫হিজরী(03/08/2023)


উত্তর দেখা হয়েছে : 604