প্রশ্ন
হযরত, বাপ দাদাদের নিয়মানুযায়ী মুহাররম মাসে গোরু জবাই করে মানুষদের খাওয়ানো হয় , উক্ত দাওয়াতে অংশগ্রহণ করার হুকুম কি ?
প্রশ্নকারীর নাম: রমজান আলী মন্ডল
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম ও পোস্ট-ভেলাপেটা, থানা-তুফানগঞ্জ, জেলা-কোচবিহার, পঃবঃ, পিন-736156
প্রকাশিত: 27-07-2023
উত্তর
ফতওয়া নং ১১১
গরীব-মিসকীন ও অসহায় মানুষদেরকে অন্ন দান করা এবং মৃত ব্যক্তিদের রূহে সাওয়াব পৌঁছে দেওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ। তবে এটা মুহাররম বা আশুরার বিশেষত্ব নয়। সারা বছর সুবিধা মত যে কোনো সময় করা যায়। এটাকে মুহাররম বা কোন সময়ের সাথে নির্দিষ্ট করা শরীআত সম্মত নয়। (কিফায়াতুল মুফতী ৯/৬১পৃষ্ঠা দ্রষ্টব্য) এবং অন্যায় কাজে সমর্থন ও সহযোগিতা হওয়ার কারণে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করাও উচিত নয়। আল্লাহ পাক বলেন, “তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না।” ( সূরা মায়িদা:আয়াত ২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৯ মুহাররম ১৪৪৫হিজরী(28/07/2023)
উত্তর দেখা হয়েছে : 252