ইমাম যদি কারীরা গুনাহ করে,তার পিছনে নামায

প্রশ্ন

ইমাম যদি কারীরা গুনাহ করে,তার পিছনে নামায হবে ?

প্রশ্নকারীর নাম: Sk sahabul hasan

প্রশ্নকারীর ঠিকানা: Burdwan,,raina

প্রকাশিত: 27-07-2023

উত্তর

 ফতওয়া নং ১১৯

 

 

     কবীরা গুনাহকারি ব্যক্তি ফাসিক। এবং ফাসিকের পিছনে নামায পড়া মাকরূহ। তাওবা না করা পর্যন্ত তার পিছনে নামায পড়া জাইয নেই। বিশুদ্ধ  তাওবা করে নিলে তাকে ইমাম বানানো জাইয। অবশ্য একাকী নামায পড়ার চেয়ে ফাসিকের পিছনে  নামায পড়া ভালো। (ফাতাওয়া উসমানী ১/৩৯৮ পৃষ্ঠা) 
নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তিতুল্য। (ইবনে মাজাহ, হাদীস নং ৪২৫০)

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ মুহাররম৪৪৫হিজরী(03/08/2023)


উত্তর দেখা হয়েছে : 379