প্রশ্ন
মসজিদে জুম্মার দিনে যে টাকা উঠায় ওটা কি মসজিদের কাজে ব্যায় করা যাবে ?
প্রশ্নকারীর নাম: MAHIRUDDIN SK
প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad
প্রকাশিত: 31-07-2023
উত্তর
ফতওয়া নং ১২০
মসজিদে জুমুআর দিনে যে টাকা তোলা হয়, তা দাতারা যে খাতে ব্যয় করার জন্য দান করে থাকেন, সে খাতেই ব্যয় করা যরূরী। যদি দাতারা মসজিদের জন্য দান করে থাকে, তাহলে উক্ত টাকা একমাত্র মসজিদ বা মসজিদের কল্যাণ মূলক কাজেই ব্যায় করতে হবে । আর যদি দাতারা অন্য কোনো উদ্দেশ্যে দান করে থাকে, তাহলে সে খাতেই ব্যয় করা যরূরী। দাতাদের অনুমতি ছাড়া তাদের উদ্দেশ্যের পরিপন্থী ব্যয় করা যাবে না। (শামী ৪/৪৪৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)
উত্তর দেখা হয়েছে : 184